তেলিগাতি ডিগ্রী কলেজ,নেত্রকোনা

তেলিগাতী সরকরী কলেজের ইতিহাস


নেত্রকোণা-৩,কেন্দুয়া-আটপাড়া)সাহেবের সার্বিক তত্ত্বাবধানে অভিজ্ঞ শিক্ষক ও পরিচালক মন্ডলী দ্বরা পরিচালিত নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলাস্থ তেলিগাতী ডিগ্রী কলেজটি সমগ্র নেত্রকোণা জেলার একটি সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ।ভাটি বাংলার প্রত্যন্ত ও অনুন্নত জনপদ তেলিগাতীতে এলাকার মহামানব ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টার বিদ্যা বিতরণের সুমহান ব্রত নিয়ে কলেজটির সূচনা হয়েছিল সেই সুদূর অতীতে ১৯৬৮খ্রিঃ ।প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি প্রায় ৪২ বছর ধরে ছাত্র-ছাত্রী এ কলেজের পাঠ শেষে সুনামের সাথে বি,সি,এস ক্যাডার সহ ইন্জিনিয়ারিং,শিক্ষাকতা,আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও অন্যান্য পেশায় নিয়োজিত থেকে জাতীয় জীবনে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ।একথা সর্বজনবিদিত যে,বিগত বছর গুলোতে দেশের শিক্ষাব্যবস্থায় চরম নৈরাজ্য বিরাজ করছিল ।পরীক্ষা কেন্দ্রগুলেআতে চলত নকলের মহাউত্সব ।ফলে শিক্ষার ক্রমাবনতি জাতীকে হতাশ করছিল ।সম্প্রতি সরকার ও জনসাধারণের সদিচ্ছার প্রতিফলন হিসেবে শিক্ষাঙ্গন হতে নকল প্রবণতা নির্মূল হয়েছে ।তাই একথাআ স্বীকার্য যে,ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নামক বৈতরণী পার হওয়ার জন্য নিয়মিত গভীর অধ্যয়ন ও অনুশীলনেরল্প নেই ।আর এ জন্য দরকার্একটা যগোপযোগী,আধুনিক ওবিজ্ঞান সম্মত শিক্ষাদান পদ্ধতি।এই লক্ষ্যকে সামনে রেখেই তেলিগাতী ডিগ্রী কলেজ ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে সেমিষ্টার পদ্ধতি প্রবর্তন করা হয়েছে ।এ পদ্ধতিতে প্রতিটি বিষয় নিয়মিত পাঠদান, পরীক্ষা গ্রহণ ও অনুশীলনের ব্যবস্থা আছে ।এ পদ্ধতির ফলে শিক্ষার্থীদের সময়ের সদ্ব্যবহার সম্ভব হবে নিয়মিত পাঠভ্যাসের মাধ্যমে তার শিক্ষার মান বৃদ্ধি পাচ্ছে এবং মেধাবিকাশে সহায়ক হচ্ছে ।উক্ত সেমিষ্টার পদ্ধতির সফল বাস্তবায়ন সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায় সম্ভব হয়েছে ।

Skip to toolbar